1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় মনিরুল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সুবিধা বঞ্চিত জনগণের পাশে থেকেই ইসমত আরার মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠা উপাচার্যকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিল আবাসিক শিক্ষার্থীরা কুবির শেখ হাসিনা হলের নতুন প্রাধ্যক্ষ বাংলাদেশের দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন মুজিব উল্ল্যাহ্ তুষার পূর্বাঞ্চলের রেলের যন্ত্রাংশ চুরিতে জড়িয়ে পড়ছে আরএনবি’র সদস্যরা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে খামারের ১৬০ টি বাক্সের মৌমাছি মেরে ফেলার অভিযোগ রামগড়ে ঝড় ও বজ্রপাতের তান্ডবে গবাদিপশুসহ খামারির মৃত্যু চাঁদার টাকা না দেওয়ায় অপহরণ করে নির্যাতন, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন শিক্ষক সমিতি রাউজান উপজেলা( উত্তর) শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত  ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জুয়া খেলায় হেরে যাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ১ যুবক !

মাগুরায় মনিরুল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত।

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ১৩৯ বার

ক্রীড়ার সাথে থাকুন, ” মাদককে নয় জীবনকে উপভোগ করুন” এই শ্লোগান নিয়ে ১৮ জানুয়ারি রবিবার রাতে মাগুরা শ্রীপুরের টুপিপাড়া এম এ ওহাব মার্কেট সংলগ্ন ব্যাডমিন্টন খেলা মাঠে আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে মনিরুল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

মনিরুল স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বীণা স্টুডিওর স্বত্বাধিকারী মোঃ রফিকুল ইসলাম ও আরিফুল ইসলামের সঞ্চালনায় এবং আলোকিত পরিবারের পরিচালক মোঃ জাহিদুল ইসলাম জুয়েলের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ রফিকুল হক মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর থানা অফিসার্স ইনচার্জ আলি আহমেদ মাসুদ, অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল্লাহ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ আব্দুল আউয়াল, ন বিশিষ্ট সমাজ সেবক ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের সদস্য মিয়া ওহিদুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ ইয়াসমিন বেগম, লিটু ফার্ণিচারের স্বত্বাধিকারী শিকদার কামরুল হাসান লিটু, ব্যাংক এশিয়ার পরিচালক মেহেদী হাসান সোহাগ সহ আরো অনেকে।
এ খেলায় স্পন্সর করেন
তাকওয়া হোটেল এন্ড রেষ্টুরেন্টের পরিচালক মোঃ আমিরুল ইসলাম, আর কে কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক মোঃ কুতুবুল আলম, মেহেদী টেলিকমের পরিচালক মোঃ মেহেদী হাসান, রাতুল টাইলসের প্রোপাইটার মোঃ হাসানুজ্জামান মিটুল, মা স্টোরের প্রোপাইটার মোহাম্মাদ আলী বিশ্বাস।

মোঃ মামুনুল ইসলামের খেলা পরিচালনায় টুর্নামেন্টে ১৬ টি দলের অংশগ্রহণে সব কয়টি ম্যাচ নক আউট পদ্ধতিতে অনুষ্টিত হয়।
১ম সেমিফাইনাল খেলায় খুলনার রাসেল-দিপু জুটিকে রাজবাড়ীর রবিউল শফিউল জুটি পরাজিত করে কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ খেলার সুযোগ পায়। দ্বিতীয় সেমিফাইনালে রাজবাড়ীর মুন্না-সোহান জুটিকে গোপালগঞ্জের হাকিম-ইমন জুুটিকে পরাজিত করে ফাইনালে খেলার সুযোগ পায়।
জমজমাট ফাইনাল ম্যাচে গোপালগঞ্জের হাকিম- ইমন জুটিকে পরাজিত করে রাজবাড়ীর রবিউল -শফিউল জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ।
মাগুরা, রাজবাড়ী,ফরিদপুর, গোপালগঞ্জ ঝিনেদা,যশোর, খুলনাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত খেলোয়াড়দের শ্বাসরুদ্ধকার জমজমাট এ ব্যাডমিন্টন খেলা দেখতে মাগুরাসহ দেশের বিভিন্ন অঞ্চলের নারী-পুরুষ ও শিশুরা গভীর রাত জেগে খেলা উপভোগ করেন।
চ্যাম্পিয়ন ও রানার্আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম