1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নামাজ শেষে ঘরে এসে দেখে সিলিং সঙ্গে ঝুলছে মাদ্রাসা ছাত্রী সোনিয়া - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:০৪ অপরাহ্ন

নামাজ শেষে ঘরে এসে দেখে সিলিং সঙ্গে ঝুলছে মাদ্রাসা ছাত্রী সোনিয়া

এম,এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ১৮৭ বার

কুমিল্লার মনোহরগঞ্জে উপজেলা সোনিয়া আক্তার (১৫) নামের এক মাদ্রাসাছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোনিয়া উপজেলার সরসপুর ইউনিয়নের পাঁচরুহী গ্রামের মোস্তফা কামালের মেয়ে এবং শাহপুর দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী। শুক্রবার (২৬ ফেব্রুয়ারী ) জুমার নামাজ সময় এ ঘটনা ঘটে। আজ শনিবার ময়নাতদন্তের শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়েছে।

জানা গেছে, সোনিয়া আক্তার গত শুক্রবার জুমার নামাজের সময় নিজের ঘরে সবার অগোচরে দরজা লাগিয়ে ঘরের সিলিং সঙ্গে রশি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। তবে সোনিয়া কি কারণে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি। তবে ছাত্রী সোনিয়ার মৃতটি হত্যা না আত্মহত্যা তাহা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টিও হয়। সোনিয়া স্বজনরা বলেন, মা মরা মেয়েটি এ বাড়ীতে বাবা ও ভাইকে নিয়ে বসবাস করতেন সোনিয়া । গত কাল শুক্রবার জুমার নামাজ সময় ভাই ও বাবা নামাজ শেষে বাড়িতে আসলে ঘরের দরজা বন্ধ দেখে তাকে ডাকাডাকি করেন। কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে দেখে সোনিয়া গলায় ফাঁস দিয়ে সিলিং সঙ্গে ঝুলছে। আত্নচিৎকারে বাড়ীর লোকজন এসে ঝুলন্ত অবস্থায় তার মৃত দেহ উদ্ধার করেন। মনোহরগুন্জ থানার ওসি মেজবাহ উদ্দিন ভুইয়া বলেন, সোনিয়া নামের এক ছাত্রীর লাশ উদ্ধার করেছি। লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ছাত্রীর মৃত্যুর কারণ এখনও অজানা। এ বিষয়ে তদন্ত চলছে। আজ শনিবার নিহতের পরিবার কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার লোকজন এখনও থানায় কোনো অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম