1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে আরিফ হত্যার ঘটনায় নিরপরাধ ব্যাক্তিদের আসামী করার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবী এলাকাবাসীর - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফুল গিয়ারে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি, প্রধান উপদেষ্টাকে সিইসি ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন সামনের পথ কঠিন, তবে সম্ভাবনাও আছে: ড. ইউনূস ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে জামায়াতের স্বাক্ষর ১লা জুলাই ঢাকায় জুলাই ঐক্যের পদযাত্রা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা ভবিষ্যতে বাংলাদেশে সত্য কথা, ন্যায়ের পক্ষে কথা বলবেন , আশ্বস্ত থাকুন কোন মামলা, হামলা, নির্যাতনের শিকার হবেন না – আমিনুল হক  চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির: মির্জা আব্বাস

তিতাসে আরিফ হত্যার ঘটনায় নিরপরাধ ব্যাক্তিদের আসামী করার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবী এলাকাবাসীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ২৫১ বার

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
কুমিল্লার তিতাস উপজেলায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের আসামী না করে নিরপরাধ ব্যক্তিদের আসামী করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, সঠিক তদন্তের দাবী জানান এলাকাবাসী। অনুসন্ধানে জানা যায়, উপজেলার ভাটেরার চর গ্রামের মৃত মনির মিয়া ছেলে সৌদি প্রবাসী মুক্তার হোসেনের স্ত্রী ৩ সন্তানের জননী মৌসুমি আক্তার ওরফে সুমির পরকীয়ার টানে পাশ্ববর্তী দাউদকান্দি উপজেলার সবজি কান্দি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে আরিফ(২৫) ৪ মার্চ বৃহস্পতিবার রাতে দেখা করতে আসলে রাত আনুমানিক ১০ টায় ভাটেরার চর গ্রামের চিহ্নিত কয়েকজন অপরাধী আরিফকে সুমির ঘর থেকে ধরে এনে এলোপাতারী পিটিয়ে হত্যা করে।

এদিকে আরিফ হত্যার ঘটনায় তার বড় বোন সাবিনা ১৭জনকে আসামী করে তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করে যার নং-০২ তাং ৬/৩/২০২১ইং। তবে মামলার বিষয়ে এলাকাবাসীর অভিযোগ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আসামী না করে নিরপরাধ ব্যক্তিদের আসামী করা হয়েছে। এলাকাবাসীর দাবি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং নিরপরাধ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক।

এবিষয়ে ভাটেরার চর গ্রামের ঘটনার প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানান, আরিফকে মৌসুমীর বসৎ ঘর থেকে মফিজ,স্বজল ,বাবু ও আল আমিন তারা ৪ জন ধরে বাহিরে এনে এলোপাতারী পিটিয়ে মারাত্মকভাবে আহত করে এবং স্বজনরা আরিফকে চিকৎসার জন্য ঢাকা নেয়ার পথে আরিফ মৃত্যু বরণ করেন। যারা জড়িত তাদেরকে আসামী না করে নিরপরাধ ব্যক্তিদের আসামী করা হয়েছে। তাদের দাবী সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং নিরপরাধ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। তারা আরো জানান, ঘটনার সাথে জড়িত বাবু নামের এক ব্যক্তিকে মামলার স্বাক্ষী বানিয়েছেন, তবে স্বাক্ষী বাবুসহ বাকী ৩জনও পালাতক রয়েছে।

মামলার বাদী সাবিনার নিকট জানতে তার ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করলেও সে ফোন রিসিভ করেনি। এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া সরকার বলেন, যতটুকু জেনেছি ভাটেরার চর গ্রামের যাদেরকে আসামী করা হয়েছে মৌসুমিকে ছাড়া তারা সকলেই নিরপরাধ,সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং নিরপরাধ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য মামলার তদন্ত কর্মকর্তার প্রতি অনুরোধ জানান।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই মধুসুধন বলেন, মামলা তদন্তাধীন আছে তদন্ত শেষে আসল রহস্য বের হয়ে আসবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net