1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাওয়ানা টাকা খুঁজতে গেলে শ্বশুর আর শ্যালকের কাছে হামলার শিকার হয় জামাতা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ জন রোহিঙ্গা আটক ধোপাছড়ির মানুষের দুঃখ দূর করবে কাঠের সেতুটি ৬ মাস পর ৬ লাখ টাকায় সংস্কার সন্দ্বীপে উপজেলা বিএনপি আহবায়ক এডভোকেট মো আবু তাহের সমর্থনে ধানের শীষের পক্ষে গণ সংযোগ চৌদ্দগ্রামে বর্ণমালা একাডেমিতে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আল্লামা ইকবালের জন্ম বার্ষিকীতে ‘ইকবাল ও গণতন্ত্র‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের সাথে পুন্ড্র ইউনিভার্সি ও টিএমএস প্রতিষ্ঠানের সমঝোতা স্বাক্ষর পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার : অর্থ উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা পুরানা পল্টন সোসাইটির সচেতনতা র‍্যালি সফলভাবে সম্পন্ন সোনারগাঁয়ে জামায়াতের গণসংযোগে ইসলামী কল্যাণরাষ্ট্রের অঙ্গীকার

পাওয়ানা টাকা খুঁজতে গেলে শ্বশুর আর শ্যালকের কাছে হামলার শিকার হয় জামাতা

নিজস্ব সংবাদদাতা:
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২৬৭ বার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে শ্বশুর বাডির শ্যালক এবং শ্বশুর কে হওলাদের টাকা খুজঁতে গেলে মারধরের শিকার হয়েছেন একই পরিবারের জামাতা আবুল কাশেম।

গত ৬ই আগষ্ট সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ডিলার পাড়া, ০১ নং ওয়ার্ডে উক্ত ঘটনা ঘটে।

উক্ত ঘটনায় সাতকানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সাতকানিয়া থানা অভিযোগ সূত্রে জানা যায়, সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ৪নং ওয়ার্ডের আবুল কাশেম একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাঈনুল ইসলাম চৌধুরী (বাবু) (২৪), পিতা- সামশুল কবির চৌধুরী,সামশুল কবির চৌধুরী (৬৫), পিতা- মরহুম আইয়ুব আলী চৌধুরী, আনিসুল ইসলাম চৌধুরী (৩২), পিতা- সামল কবির চৌধুরীর বিরুদ্ধে হত্যা চেষ্টা এবং পাওনা টাকা বুঝিয়ে না দেওয়ার অভিযোগ তুলেন।

আবুল কাশেম জানান, গত ৩ বছর আগে বিবাদীদের ব্যক্তিগত প্রয়াজনে আমার থেকে বিভিন্ন দফায় সর্বমােট ৪,৫০,০০০/- টাকা হওলাদ হিসেবে নেয়। উক্ত টাকা গুলি বিবাদীগন আমাকে আজ কাল দিবে দিচ্ছে বলে কালক্ষেপন করে। আমার পাওনা টাকা গুলি খুঁজলে বিবাদীগন আমার উপর বিভিন্ন সময়ে ক্ষিপ্ত হয়ে উঠে, ঝগড়া বিবাদ করে এবং গত কোরবানের পর থেকো মাঈনুল ইসলাম চৌধুরী (বাবু) অহেতুক টাকার কথা নিয়ে আমার সন্তানদের সাথে ঝগড়া বিবাদ এবং বিরােধ মনােভাব পােষন করে আসছে। এরই জের ধরে গত ৫ই আগষ্ট রাত ৮টার সময় মাঈনুল ইসলাম চৌধুরী (বাবু) আমার পুত্র সাঈম মােহাম্মদ ইরফানকে বাংলা বাজারে মারধর এবং অপহরণের চেষ্টা করে।

আমার ছেলে সাঈম মােহাম্মদ ইরফান মােবাইলে আমাকে বিষয়টি জানালে আমি তাৎক্ষনিক মাঈনুল ইসলাম চৌধুরীর সাথে সাতকানিয়া বাংলা বাজারে দেখা করে সমস্যার কথা জানতে চাইলে সে আমাকে হুমকি ধমকি দেয়।পরে গত ৬ই আগষ্ট বিকেল ৫টার সময় সামশুল কবির চৌধুরী আমাকে আমাদের মধ্যে বিরােধের বিষয় মিমাংসা করবে বলে তার বসত ঘরে নিয়ে যায়। আমি, আমার পুত্র তারেক মােহাম্মদ রিদুয়ান, সাঈম মােহাম্মদ ইরফান সন্ধ্যা ৭টার সময় বিবাদীদের বসত ঘরে গেলে দেখি যে, উপরােক্ত বিবাদীগন পূর্ব পরিকল্পিতভাবে হাতে লাটি, সােটা, গাছের বাটাম সহ দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে অবস্থান করে এবং আমাকে দেখামাত্র উপরােক্ত বিবাদীগন আমাকে এলােপাতারি, লাথি, কিল, গুষি মারিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর বেদনাদায়ক নীলা ফুলা জখম করে। একপর্যায়ে মাঈনুল ইসলাম চৌধুরী আমাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে বিশাল
একটি গাছের বাটাম দ্বারা আমার মাথা লক্ষ্য করে বারি মারলে তার লক্ষ্যভ্রষ্ট হয় আমার বাম চোখের উপরে পড়ে গুরুতর রক্তাক্ত ফাটা জখম করে।

আমার বাম চোখের উপর হতে ফিনকি দিয়ে রক্ত বের হয়।নআমার পুত্রদের উপর ও হামলা করে। এই বিষয়ে কোন মামলা মােকাদ্দমা করলে আমাদের পুনরায় মারধর করবে এবং , আমাদের প্রাণে হত্যা করবে এবং বিবাদীগন আমার পাওনা ৪,৫০,০০০/- টাকা আমাকে ফেরত দিবে না বলে হুমকি দেয়।
বিষয়টির তদন্তকারী কর্মকর্তা সাতকানিয়া থানার এসআই মাহাবুব আলম বলেন,আমরা এমন একটি অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net