করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে
দুঃস্থ ও কর্মহীন দরিদ্র জনসাধারণের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করছে কুমিল্লা জেলা পরিষদ। বুধবার (২০ অক্টোবর)দুপুরে জেলা পরিষদের উদ্যোগ লাকসাম উপজেলার কান্দিরপাড়া ইউনিয়ন পরিষদের ১শত ৫০ জন কর্মহীন প্রত্যেক ব্যক্তিকে ১০ কেজি চাল ১ কেজি ডাল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের
প্রধান অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মো. হেলাল উদ্দিন কর্মহীন দরিদ্র মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম, জেলা পরিষদের সদস্য এডভোকেট আবু তাহের, মুক্তিযুদ্ধা মনোহর আলী তোতা, যুবলীগের সভাপতি কাউছার আলমসহ
পরিষদের বিভিন্ন কর্মকর্তারা।
বক্তব্যে তারা বলেন, করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করে যাচ্ছেন। আন্তর্জাতিক বিশ্বে অনেক বড় বড় দেশ পঙ্গু হয়ে গেছে। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনার মধ্যেও আমাদের অর্থনীতি সচল রয়েছে। গরিব-দুঃখি-মেহনতি মানুষকে তিনি বিভিন্নভাবে সাহায্য সহায়তা করে যাচ্ছেন। এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন।