ভোর রাতে হালকা বৃষ্টির সুযোগে গোয়াল ঘর থেকে অানুমানিক দেড় লাখ টাকার ২টি গরু চুরির খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার ভোর রাতে চকরিয়া উপজেলার খুটাখালী পশ্চিম নয়াপাড়া গ্রামে ঘটে এ চুরির ঘটনা।
ক্ষতিগ্রস্থ গরুর মালিক বর্নিত ইউনিয়নের পশ্চিম নয়াপাড়া গ্রামের মৃত হাজী ফোরকান আহমদের পুত্র মামুনুর রশিদ গরুর চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, এদিন রাতে আমি রেল লাইনের ডিউটিতে ছিলাম। ভোর রাতে বৃষ্টি হচ্ছিল। এ সুযোগে চুরের দল পিকআপ গাড়ী যোগে গোয়াল ঘর থেকে লাল রংয়ের ২টি গরু (ষাড়/গাভী) নিয়ে গেছে।
এসময় তারা বাড়ীর দরজায় বাহির থেকে তালা লাগিয়ে দেয়। সকালে চকরিয়া পুর্ব বড়ভেওলা, শাহারবিল, রামপুরসহ বিভিন্ন এলাকায় খোঁজ-খবর নেয়া হয়েছে। কোথাও হদিস মেলেনি।
জানা গেছে, খুটাখালীতে বেপরোয়া হয়ে উঠেছে গরু চোরেরা। তাদের আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকার মানুষ। প্রতিরাতেই কোনো না কোনো এলাকায় হানা দিচ্ছে সংঘবদ্ধ চোরের দল। গত কয়েক মাসে প্রায় ডজনাধিক গরু চুরি হয়েছে এ এলাকা থেকে।
চোরের দল গভীর রাতে গোয়াল ঘর থেকে গরু চুরি করে নম্বরবিহীন ট্রাক, চাঁদের গাড়ি, পিকাপে উঠিয়ে নিয়ে যায়। আর এসব ঘটনায় খুব কম সংখ্যক মামলাই রেকর্ডভুক্ত হয়।
অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্তরা প্রতিকার পাবেন না এ আশংকা বা পুলিশি হয়রানির ভয়ে থানায় অভিযোগও দেন না। ফলে চোরের দল পার পেয়ে যাচ্ছে নির্বিঘ্নে। পুলিশের নজরদারির অভাব আর রাত্রিকালীন টহল না থাকার কারণে চুরি ঠেকানো যাচ্ছে না বলে অনেকের অভিযোগ। সংঘবদ্ধ চোরের দল নানা কৌশলে চুরি করে যাচ্ছে।
এলাকাবাসীরা জানায়, প্রতি রাতে গরু ঘরে চোরের দল হানা দিয়ে থাকে। যাদের গরু আছে তারা রাত জেগে পাহারা দেয়।
স্থানীয় ক্ষতিগ্রস্ত একাধিক ব্যক্তি জানান, গরুর ঘর থেকে রশি কেটে অথবা খুলে গরু গাড়িতে তুলে নিয়ে যায়। রাতে গাড়ির ভেতরে গরু দেখলে আটক করতে ভয় পায় জনতা। কারণ পুলিশি হয়রানির শিকার হতে হয়। ফলে কাউকে আটক করা হয় না। যে কারণে সহজে পার পেয়ে যায় সংঘবদ্ধ চোরের দল।
গত কমাস ধরে খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া থেকে প্রায় ডজনাধিক গরু চুরি হয়েছে। এদের মধ্যে রয়েছে মাহাবুবুর রশিদের ১টি, মাওলানা আবু বক্করের ২টি, রিদুয়ানুল হকের ২টি, শাহাবউদ্দীনের ২টি, রুহুল কাদেরের ২টি ও আমির হোছনের ২টি।
গরু চুরি বেড়ে যাওয়া প্রসঙ্গে চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি ওসমান গনি বলেন, থানায় গরু চুরির কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হবে।