রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, রাউজানে ধর্মীয় উগ্রবাদী জঙ্গী, মাদকসেবী, মাদক ব্যবসায়ী চাঁদাবাজদের স্থান নেই । ধর্মীয় উগ্রবাদ সৃষ্টি করে রাউজানকে যারা কলংকিত করতে চায় তাদের কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। ধর্মের নাম দিয়ে জঙ্গীবাদ সৃষ্টি করে শান্ত রাউজানকে অশান্ত করতে অপচেষ্ঠায় জড়িত যে হউক না কেন তাদের প্রতিরোধে রাউজানের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ। তিনি সোমবার(২৫ অক্টোবর )সকালে রাউজান উপজেলা আইন আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি অতিশ দর্শী চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন, রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর আলম দীন, উপজেলা প্রক্যেশলী আবুল কালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চৌধুরী মনিরুজ্জমান, কৃষি অফিসার ইমরান হোসাইন, মৎস অফিসার পিযুষ প্রভাকর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ,ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন, লায়ন সাহাব উদ্দিন আরিফ, আবদুর রহমান চৌধুরী লালু, সরোয়ার্দী সিকদার, ভূপেশ বড়ুয়া, নুরুল আবছার বাশি, আব্দুল জব্বার সোহেল, তসলিম উদ্দিন চৌধুরী, রোকন উদ্দিন, প্রিয়তোষ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া, প্রেস ক্লাব সভাপতি শফিউল আলম, রাউজান উপজেলঅ ছাত্রলীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু প্রমুখ ।