চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব বরৈয়া টিএমসি উচ্চ বিদ্যালয়ের মো. হাবিব(১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার(২৬ অক্টোবর) হামলাকারীদের বিচার দাবীতে মিছিল করেছে স্থানীয়রা। সোমবার(২৫ অক্টোবর) দুপুরে স্কুল গেইটের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার পর ১৭ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেন ওই শিক্ষার্থী রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের আবদুস সালামের ছেলে। আহত হাবিবকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।