“দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে ১ নভেম্বর যুব দিবস -২০২১ইং উপলক্ষে আলোচনা সভা যুব ঋণ ও সনদপত্র বিতরণ করা হয়েছে,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,
টেকনাফ সহকারী কমিশনার (ভূমি) মোঃ- এরফানুল হক, টেকনাফ উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মনজুর আলমের সঞ্চালনায় এবং উপজেলা প্রশাসন ও যুব-উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে,
প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন, টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, বিশেষ অতিথি টেকনাফ উপজেলা ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার মিলি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল বশর, টেকনাফ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, উপজেলা মাধ্যমিক অফিসার আনন্দ ভৌমিক, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার, উপজেলা তথ্য ও সেবা অফিসার তাছলিমা আকতার, ও টেকনাফ প্রেসক্লাবের সহ-সভাপতি এবং টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আশেক উল্লাহ ফারুকী, বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষক, যুবক।
অনুষ্ঠানের শেষে প্রশিক্ষিত যুবকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতি বলেন, যুব সমাজ এবং প্রশিক্ষিত যুব-সমাজ সমৃদ্ধশালী দেশ উপহার দিতে পারে।