খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভা নির্বাচন মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো অপ্রতীকর ঘটনা ছাড়া ইভিএম এর মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পুর্ন হয়েছে।
নিবার্চনে ৯টি ওর্য়াডে ৯টি ভোট কেন্দ্রে ২৭ জন কাউন্সিলর ও ৯ জন মহিলা কাউন্সিলর সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ইভিএম এর মাধ্যমে রামগড় পৌরসভার প্রথম ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ায় বেশকিছু কেন্দ্রে ভোট প্রদানে ধীরগতি লক্ষ করা গেছে।
এদিকে, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ, বিজিবি, র্যাব, ডিবি, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত ছিল। এছাড়াও প্রতিটি ভোট কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দ্বায়িত্ব পালন করেন।
নির্বাচন চলাকালে জেলা নির্বাচন অফিসার মো.সাইদুর রহমান ও রামগড় উপজেলা রির্টানিং কর্মকর্তা দেবাশীষ দাস সহ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
নির্বাচন শেষে রামগড় পৌরসভার বেসরকারীভাবে নির্বাচিত কাউন্সিলরবৃন্দের নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো: সাইদুর রহমান। নির্বাচিতরা হলেন ১ নং ওয়ার্ড- মো: আবদুল হক, ২ নং ওয়ার্ড- শ্যামল ত্রিপুরা, ৩ নং ওয়ার্ড- মো: জিয়াউল হক জিয়া, ৪ নং ওয়ার্ড- মো: আহসান উল্যাহ, ৫ নং ওয়ার্ড- মো: জামাল সিকদার, ৭ নং ওয়ার্ড- মো: আবুল বশর, ৮ নং ওয়ার্ড- মো: জসিম উদ্দিন, ৯ নং ওয়ার্ড- মো: আবুল কাসেম।
সংরক্ষিত কাউন্সিলর ১,২,৩- আয়েশা আক্তার, ৪,৫,৬- কনিকা বড়ুয়া, ৭,৮,৯- আনোয়ারা বেগম।
উল্লেখ্য, গত (১৮ই অক্টোবর) মেয়র পদে মো.রফিকুল আলম কামাল নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রামগড় পৌরসভার মেয়র ও মো: শামীম ৬ নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন।