1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ওরা ৩ জন ভারতীয় গরু পাচারকারীর লাইনম্যান অন্তরালের হুন্ডী ও মাদকদ্রব্য পাচার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে সরকারের ব্যাখ্যা তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল: অ্যাটর্নি জেনারেল রাতে সাধারণ সম্পাদকের বাড়িতে দাওয়াত, সকালে মিলল সভাপতির লাশ পোকখালী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের যাত্রা শুরু চৌদ্দগ্রামে মরকটা মাদরাসার শিক্ষক ইব্রাহিম মজুমদার এর রাজকীয় বিদায় ঈদগাঁওয়ে হাজেরা-নুর ফাউন্ডেশন মেধাবৃত্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলে নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এখনো প্রস্তুত হয়নি ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার

ওরা ৩ জন ভারতীয় গরু পাচারকারীর লাইনম্যান অন্তরালের হুন্ডী ও মাদকদ্রব্য পাচার

প্রথমপর্ব

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ২৬৪ বার

ওরা ৩ জন ভারতীয় গরু পাচারকারী ও বিজিবির লাইনম্যান। অন্তরালে হুন্ডী ও মাদকদ্রব্য পাচার সিন্ডিকেটের মূল হোতা। গোয়েন্দা সংস্থা অভিযোগ পাওয়ার পর খতিয়ে দেখছেন। জানা গেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তের দইখাওয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার মোঃ সাইদুল ইসলামের প্রত্যক্ষ ও পরোক্ষ যোগসাজসে প্রতিদিন ভারতের চোরাপথ দিয়ে গরু, ইয়াবা, মদ, গাঁজা, হিরোইন ও ফেন্সিডিল বন্যার পানির মতো পাচার হয়ে আসছে। সীমান্ত রক্ষাবাহিনী নামে মাত্র টহল দিয়ে বুঝান দেন। কিন্তু এলাকাবাসীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর ২০২১ ইং শনিবার রাত ৮ ঘটিকার সময় ৯০২নং পিলার দিয়ে ভারতীয় ১২টি গরু পাচার করা হয়। এসময় সুচতুর হুন্ডী মাইদুল ইসলাম গং বিজিবির ক্যাম্প কমান্ডার মোঃ সাইদুল ইসলামের সাথে ক্যাম্পের বাহিরে গোপন বৈঠক করছিল। এ সুযোগ কাজে লাগিয়ে ভারতীয় ১২টি গরু ও মাদকদ্রব্যের চালান পাচার করে আনেন। এছাড়া গত ৩১ অক্টোবর ২১ইং রোববার সীমান্তের ৯০৩নং পিলার দিয়ে ভারতীয় ৮টি গরু এবং মাদকের বিশাল চালান পাচার করে। অপরদিকে ওই দিনেই ৯০২নং পিলার দিয়ে গভীর রাতে ২০টি ভারতীয় গরু পাচার করছে। গত ২ দিনে ৪০টি ভারতীয় গরু পাচার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা। এর প্রতি গরু বাবদ বিজিবি কমান্ডার মোঃ সাইদুল ইসলাম ও হুন্ডী মাইদুল ইসলাম গং ২ হাজার টাকা কমিশন পেয়ে থাকে। ৪০টি গরু পাচারে ৮০ হাজার টাকা নিয়ে কমান্ডার ৪০ হাজার এবং মাইদুল গং ৪০ হাজার টাকা ভাগ বাটোয়ারা করে নেন। ভারতীয় গরু ও মাদক পাচারের সময় হুন্ডী মাইদুল ইসলাম কখনো বিজিবির কমান্ডারের সাথে বৈঠক করে এ সুযোগে পাচার করে। আবার কখনো পাচারের সময় ওই গরু ও মাদক পাচারকারীদের সাথে চক্রটি মোটরসাইকেল নিয়ে মোহরা দেন। অভিযোগ রয়েছে দইখাওয়া সীমান্ত মাদক, গরু পাচারের নিরাপদ রুট। যা দেখার যেন কেউ নেই। কতিপয় অসৎ বিজিবির কর্মকর্তার কারণে গরু ও মাদক পাচার হয়ে আসছে। যা সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। ফলে যুব সমাজ আজ ধ্বংসের দ্বার-প্রান্তে। ওই সীমান্তের কৃষকরা সাংবাদিকদের অভিযোগ করে বলেন, প্রতিদিন রাতে গরু ও মাদক পাচার করায় আমাদের ধান ক্ষেত ও চলতি মৌসুমের শাক-সবজি নষ্ট করে দিচ্ছে। আমরা ভয়ে মুখ খুলতে পারিনা। তারা জানান, ওরা ৩জন পেশায় গরু, মাদকদ্রব্য ও হুন্ডী ব্যবসায়ী। হাতীবান্ধা উপজেলার ৯নং আদর্শ গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্ত মাদক ও গরু পাচারের আলোচিত নিরাপদ রুট হলেও সীমান্তরক্ষাকারী বাহিনী পাচার রোধে তেমন কোন তৎপরতা নেই। উল্লেখ্য হুন্ডী মাইদুল ইসলাম অবৈধভাবে ১৬ কোটি ৭২ লক্ষ, রবিউল ইসলাম ওরফে রবি ৩ কোটি ৪৫ লক্ষ ৬০ হাজার ও আমিনুর রহমান ১ কোটি ৮০ লক্ষ টাকার অবৈধ পথে মালিক বনে গেছে। মাত্র ২০১৯-২০২১ সালের মধ্যে তারা কীভাবে এতো টাকার মালিক বনে গেছে তা খতিয়ে দেখার দাবী এলাকাবাসীর। হুন্ডী ব্যবসায়ী মাইদুল ইসলাম, রবিউল ইসলাম ওরফে রবি ও আমিনুর রহমান হাতীবান্ধা উপজেলার ৯নং আদর্শ গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।
এব্যাপারে বিজিবি’র কমান্ডার মোঃ সাইদুল ইসলামের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net