হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম আজ উপজেলার মির্জাপুর ইউনিয়নের শান্তিধাম বিহারে কঠিন চিবর দানোৎসবে প্রধান অতিথি ছিলেন।
বক্তব্যে তিনি বলেন- মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খৃষ্টান, সব ধর্মের লোকের এই বাংলাদেশ। সবাই একই সাথে অস্ত্র হাতে দেশ স্বাধীনে যুদ্ধে অংশ নিয়েছে এই দেশবাসী। আবহমানকাল ধরে সবাই নিজ নিজ ধর্ম পালনের মাধ্যমেই আমরা বসবাস করে আসলেও কখনো কখনো কিছু দুষ্কৃতকারী নানা ছুঁতোয় আমাদের এই সম্প্রীতি ভাঙতে চায়। চিহ্নিত মহলের ফায়দা লুটবার এমন সুযোগ দেয়া যাবে না।
তাদের রুখতে বঙ্গবন্ধুর সৈনিকরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কঠিন হাতে রুখে দেবো ইনশাআল্লাহ্।’
এতে গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান, মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দীন চৌধুরী, মির্জাপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী সুমন খাঁন, ছিপাতলী ইউপি’র প্রার্থী নুরুল আবেদিন জসিম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন, মির্জাপুর যুবলীগ সভাপতি আবুল হাসেম, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদ প্রমূখ।
অনুষ্ঠান কর্তৃপক্ষ উপজেলা পরিষদের চেয়ারম্যান’কে বরণ করে নেন এবং সম্মাননা প্রদান করেন।