কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী দক্ষিণপাড়াস্থ বিশিষ্ট আলেমেদ্বীন মরহুম হযরত মাওলানা আবুল ফজল (রাহঃ) এর নামকরনে সদ্য নির্মিত সড়কে মনোরম সুদৃশ্য গেইট নির্মান কাজের শুভ উদ্ভোধন করা হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) সকালে হযরত মাওলানা আবুল ফজল (রহঃ) সড়কের গেইট নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করেন মরহুমের কনিষ্ঠ পুত্র ডা.ফজলুল কবির।
এসময় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান, খুটাখালী ইউনিয়ন আ’লীগ সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, বিশিষ্ট শিক্ষাবিদ ও চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ এস এম মনজুর, নৌকা মনোনয়ন প্রত্যাশী এম বেলাল আজাদ, ইউনিয়ন বিএনপি সভাপতি ডাঃ শফিউল আলম, স্থানীয় মুরব্বী রমজান আলী, ওয়ার্ড মেম্বার নুরুল হক, এড. হেফাজতুর রহমান, মেম্বার প্রার্থী আনিসুর রহমানসহ এলাকার বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।
নির্মান কাজের উদ্ভোধন শেষে মরহুমের নাতী স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রাণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করেন মাওলানা মুফাজ্জল আহমদ আজিজী।