পর্যটন শহর কক্সবাজারে দেশের বিভিন্ন জেলা হতে আগত, যে সকল পর্যটকগণ বাস ধর্মঘটের কারণে নিজ গন্তব্যে ফিরে যেতে পারছে না, তাদের জ্ঞাতার্থে, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে কক্সবাজার জেলা পুলিশের সহায়তায় নিজস্ব পরিবহনে কোন প্রকার ভাড়া ছাড়া চট্টগ্রাম জেলায় পৌঁছে দেওয়ার জন্য পর্যটক যাত্রীদের সেবা প্রদান করা হবে।
এবং কক্সবাজারে আটকে পড়া পর্যটক যাত্রীদেরকে, পুলিশ লাইন্স কক্সবাজার এ যোগাযোগ করার জন্য, কক্সবাজার পুলিশ সুপারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।