নোয়াখালী বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন আইন শৃংখলার বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের মধ্যে জেলা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের গণ শহীদ স্মৃতিস্তম্ভ মিলনায়তনের সামনে আইন-শৃঙ্খলা বিষয়ক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বিভিন্ন মেম্বার প্রার্থী ও চেয়ারম্যান প্রার্থীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং কেন্দ্রের নিরাপত্তার বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
এসময় প্রার্থীদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে নোয়াখালী জেলা পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার জন্য। এ জন্য সুষ্ঠু নির্বাচন উপলক্ষে আমরা নিয়মিত মাঠে কাজ করছি। ফলে আমরা বিভিন্ন ইউনিয়নে চেকপোষ্ট স্থাপন করাসহ বিভিন্ন তল্লাশি ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান রয়েছে। এ ছাড়া নির্বাচন সুষ্ঠু করতে আমার বিশেষ মোবাইল টিম,গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন পুলিশ কর্মরত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হাসান, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর জাহিদুজ্জামান রনি।