চট্টগ্রামের রাউজানে বসতঘরের দোতলায় তালা ভেঙে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। গত ৯ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে কোন এক সময়ে পৌরসভার ৪নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকার মনু মিয়া ড্রাইভারের বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরের দল প্রবাসী মো. ইউনুসের ঘরের দোতলায় তালা ভেঙে আলমিরা থেকে ১৫ ভরি স্বর্ণ ও প্লাস্টিকের ব্যাংকে থাকা ১৭ হাজার টাকা নিয়ে যায়।প্রবাসী মো. ইউনুসের মেয়ে জান্নাতুল কাউছার বলেন, আমার ছোট বোন ভূমিষ্ঠ হওয়ায় আমার মা কামরুন নাহার সহ গত ১৫ দিন আমরা শহরে ছিলাম। গতকালও বাসায় কেউ ছিল না, তালা বদ্ধ ছিল। রাতের সাড়ে ৩টার দিকে আমার চাচি ফোন করে সংবাদ দেয় ঘরে চোর প্রবেশ করেছে। ভোরে এসে দেখি দুইটি রুমের আলমিরা, শো কেইজ, খাট-কাপড়, মেলামাইন জিনিসপত্র সহ সবকিছু তছনছ। প্রবাসী মো. ইউনুসের ছোট ভাইয়ের স্ত্রী ইসমত আরা বেগম বলেন, রাত ৩টার দিকে আমি দরজা ভাঙার শব্দ শুনতে পাই। তখন ভয়ে কাপঁতে থাকি। পরে দেখি ঘরে প্রবেশের দরজা খোলা। তখন সবাকে ফোন করে জানায় । স্থানীয় কাউন্সিলর শওকত হাসান চৌধুরী বলেন, যে ঘরে চুরির ঘটনা ঘটেছে, তাদের কেউ ছিল না। শুনেছি তারা সবাই শহরে ছিল। এ সুযোগে চোরের দল ঘরে প্রবেশ করেছে। প্রয়োজনীয় অনেক জিনিসপত্র নিয়ে গেছে জানতে পেরেছি। চুরির ঘটনাস্থল পরিদর্শনকারী রাউজান থানার উপ পরিদর্শক (এসআই) অজয় কুমার পাল বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরির ঘটনা ঘটেছে এটা সত্য। ঘরে কেউ ছিল না। আমরা বলেছি থানায় অভিযোগ দেয়ার জন্যে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে।