রাউজানে চিকদাইরে হাজী চাঁন মিয়া সারাং জামে মসজিদ পরিচালনা পরিষদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৫ নভেম্বর সোমবার বাদে মাগরিব চিকদাইর হাজী চাঁন মিয়া সারাং জামে মসজিদস্থ আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন অত্র মসজিদের খতিব আল্লামা সৈয়দ পেয়ার মোহাম্মদ।প্রধান বক্তা ছিলেন হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ হাসান রেজা আল্
-কাদেরী (মাঃ জিঃ আ)। বিশেষ বক্তা ছিলেন আবুল বশর মাইজভাণ্ডারী।সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাজী চাঁন মিয়া সারাং জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী আবু তাহের, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকের হোসেন মাষ্টার মোহাম্মদ কামাল উদ্দিন,মাওলানা হাসান,জসিম উদ্দিন, মোহাম্মদ সেলিম অনেকেই।