নরসিংদীর নজরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নৌকার সমর্থনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নজরপুর ইউনিয়নের দিলারপুর নতুন বাজার ঈদগাহ মাঠে নৌকা মার্কার প্রার্থী মোঃ সাইফুল হক স্বপনের সমর্থনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নরজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাদল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া প্রধান। এ সময়
আরো উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মোঃ কামরুজ্জামান কামরুল ।শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু , নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাছেদ ভুঁইয়া , নজরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ বাদল সরকার, মোজাম্মেল হক ভূঁইয়া টিপু প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নজরপুর ইউনিয়নে ব্যাপক উন্নয়নের প্রয়োজন তাই উন্নয়নের লক্ষ্যে নৌকা মার্কার প্রার্থী কে চেয়ারম্যান নির্বাচিত করার আহবান জানায় নেতারা।