চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদল নেতা, হাটহাজারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. রায়হান ও সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মিজানের আয়োজনে ৭০ জন হাফেজে কোরআনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘ হায়াত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হাটহাজারী পৌরসদরের একটি জামে মসজিদে গতকাল অনুষ্ঠিত দোয়ায় অংশ নিয়েছেন- হাটহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি ইয়ার মোহাম্মদ বাচা, সাবেক ছাত্রনেতা মাহমুদ সাইমন, কফিল উদ্দিন মোঃ আনিছ, হাটহাজারী কলেজ ছাত্রদলের আহবায়ক আব্দুর রহিম, ছাত্রনেতা আশফাকুল আবেদীন, সাজ্জাদ হোসেন জনি, মেহরাবুল করিম পিয়াল প্রমূখ।