চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে মুহাম্মদ আবরার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২২ নভেম্বর) সকাল ১১ টার সময় উপজেলার শেখেরখীল ইউনিয়নের মধ্যম শেখেরখীল গুইল্যাখালী এলাকায় এ ঘটনা ঘটেছে।
মারা যাওয়া শিশু মু. আবরার ওই এলাকার ডা. ফরিদ উদ্দিনের ছেলে।
নিহত শিশুর ছোট মামা তাওহীদ জানান, আবরার খেলতে গিয়ে সবার অগৌচরে পুকুরে পড়ে যায়। বাড়ির পাশে তাদের ব্যবহারের পুকুরটি। সকালে শিশু আবরার কে বাড়ীর আশেপাশে খোঁজাখুঁজি করলে বাড়ী সংলগ্ন পুকুরে ভাসমান অবস্থায় দেখে তাকে। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে বাঁশখালী উপজেলার চাম্বল ন্যাশনাল হাসপাতালে নিয়ে আসেন।
বাঁশখালী উপজেলা চাম্বল ন্যাশনাল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, শিশু আবরারকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।