আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে নোয়াখালীর কবিরহাট উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইত্যেমধ্যে উপজেলার ৭টি ইউনিয়নে নৌকার প্রার্থী নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ। এ উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৪৬জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মনোনয়ন জমার শেষ দিন বৃহস্পতিবার বিকেলে আনন্দগণ পরিবেশে নিজ-নিজ নেতাকর্মীদের নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার মনিরুল ইসলামের কাছে মনোনয়ন জমা দেন প্রার্থীরা।
নির্বাচন কমিশনের তথ্যমতে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে ৭জন, ধানসিঁড়িতে ১১, বাটাইয়াতে ৫, সুন্দলপুরে ৪, ধানশালিকে ৫, চাপরাশিরহাটে ৫ ও ঘোষবাগ ইউনিয়নে ৯জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। ২৯ নভেম্বর মনোনয়নগুলো যাচাইবাছাই, ৬ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার ও ৭ডিসেম্বর বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
বিকেল সাড়ে ৩টায় ব্যাপক উৎসাহ, মোটরসাইকেল শোভাযাত্রা ও দলীয় নেতাকর্মীদের আনন্দ র্যালী নিয়ে উপজেলা কার্যালয়ে আসেন ধানসিঁড়ি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ কামাল খান প্রকাশ কামাল কোম্পানী, সুন্দলপুর ইউনিয়নের নুরুল আমিন রুমি ও চাপরাশিরহাট ইউনিয়নের মহিউদ্দিন টিটু নেতাকর্মীদের নিয়ে উপজেলার নির্বাচন কর্মকর্তার কাছে নিজেদের মনোনয়নপত্র জমা দেন তারা। এসময় নির্বাচনে জয়ী হয়ে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজেদেন ইউনিয়নকে মডেল ও মাদক মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন তারা।