চট্টগ্রামের শীর্ষস্থানীয় আলেম, ভূজপুর জামিয়া আবু বকর সিদ্দিক (রা:) আল ইসলামিয়ার ছদরে মুহতামিম মাওলানা মুহাম্মদ ফয়জুল্লাহ ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রজিউন)
তিনি ফটিকছড়ি মুনাফখীল মাদরাসারও প্রাক্তন পরিচালক। আজ সকাল ১০:৩০ সময় মুনাফখীল মাদরাসা মাঠে জানাযা নামায অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
এয়াহইয়াউস্ সুন্নাহ্ ফাউন্ডেশন চট্টগ্রাম বাংলাদেশ’র চেয়ারম্যান এবং ভূজপুর জামিয়া আবু বকর সিদ্দিক (রা:) আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট ইসলামী স্কলার- আল্লামা শায়খ হোসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী গভীর শোক জানিয়ে বলেন-“আল্লামা কাজী ফয়জুল্লাহ রহ. আমার উস্তাদে মুহতারাম, হযরতের ইন্তেকালে আমি আস্থাবান একজন মুরুব্বি হারালাম। পরিবার এবং আমাদেরকে সবরে জামিল দান করুন,
হযরতের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদ করছি- আল্লাহ পাক রাব্বুল আলামীন হযরতকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমীন।
আমাদের সকলকে হযরতের শিক্ষাবহুল জীবন থেকে সবর – ধৈর্য্য ইনসাফ ও ন্যায় নীতি শিখার তাওফীক দান করুক আমীন, ইয়ারাব্বাল আলামীন।