টেকনাফ প্রেস ক্লাবের নব-নির্মিত কার্যালয় উদ্বোধন
কক্সবাজারের টেকনাফ প্রেসক্লাব এর নব-নির্মিত কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) বেলা ১ টায় টেকনাফ পৌরসভা কার্যালয় সংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ের আনুষ্টানিক ভাবে উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি।
এর আগে প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মৌঃ ছৈয়দ হোসাইন এর সভাপতিত্বে প্রেসক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট এরফানুল হক চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান তাহেরা আকতার মিলি, ইউএনএইচসিআর লাইভ লী-হুড কর্মকর্তা সুব্রত কুমার চক্রবর্তী, এনজিও ফোরাম এর প্রকল্প সমন্বয়ক আতাউর রহমান, সাংবাদিক নূরুল করিম রাসেল, কাউন্সিলর আব্দুল্লাহ মনির প্রমুখ।

অনুষ্টানে সাবেক সাংসদ আবদুর রহমান বদি বলেন, ‘শিক্ষা ও সংস্কৃতি বিকাশে সাংবাদিকদের লেখনীর বিকল্প নেই, রাষ্ট্রের চারটি খুটীর মধ্যে একটি হচ্ছে সাংবাদিক, সংবাদপত্র হচ্ছে একটি আয়না, এটি একটি মহৎ পেশা, এ পেশায় যারা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছে তারাই হচ্ছে সত্যিকার দেশ প্রেমিক সাংবাদিক, সাংবাদিকেরা হচ্ছে, আমার প্রাণের সমতুল্য, তাদের ক্ষুবধার লেখনীর মাধ্যমে সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা পালন করতে পারে।’
এ সময় টেকনাফ পৌর প্রেস ক্লাব, টেকনাফ সাংবাদিক ফোরাম ও টেকনাফ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন ইউএনএইচ সিআর এর অর্থায়নে প্রেস ক্লাব ভবনটির নির্মান কাজ বাস্তবায়ন করেন এনজিও ফোরাম।