রাউজানে ভুমিহীন-গৃহহীন পরিবার সমূহকে দেয়া আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের মাঝে ঘরের দলিল ও কম্বল বিতরণ করেছেন রাউজান উপজেলা প্রশাসন।২১ ডিসেম্বর মঙ্গলবার পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের করিমনগর আশ্রয়ন প্রকল্পে ঘর বরাদ্দ পাওয়া বাসিন্দাদের এসব দলিল ও কম্বল দেয়া হয়। ৩০টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ ও পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর জানে আলম জনি, স্থানীয় কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোরশেদ, নুরুল আলম প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন প্রশাসনে পক্ষে রাউজানে সরকারি ঘর পাওয়া প্রায় পাঁচ’শ পরিবারকে কম্বল দেয়া হচ্ছে। দেয়া হচ্ছে পুনবাসিত পরিবার সমূহকে ঘরের দলিল। মেয়র জমির উদ্দিন পারভেজ জানিয়েছেন স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নিদ্দেশে ইতিমধ্যে দুই হাজার মানুষকে কম্বল দেয়া হয়েছে। পৌর সভার পক্ষে ছিন্নমুল মানুষ ও বিভিন্ন অনাথ আশ্রমেও দেয়া হচ্ছে শীতবস্ত্র।এই ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।