মীরসরাইয়ের শতবর্ষী বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী আবুতোরাব উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যাবসায়ী,শিক্ষানুরাগী, দানবীর, সমাজ সেবক ও উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মোঃ আবুল হোসেন বাবুল। গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টায় বিদ্যালয় কমিটির প্রথম সভায় সভাপতিত্ব করেন মীরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির খান। নব-নির্বাচিত অভিভাবক প্রতিনিধি আকাশ মাহমুদ বাহার, জামাল উদ্দিন মেম্বার, তরজু বড়ুয়া, সনজিত চক্রবর্তী, মাহফিল আরা পিলু এবং শিক্ষক প্রতিনিধি মহরম আলী, সাইফুল ইসলাম, ফরিদা ইয়াসমিনসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার উপস্থিত ছিলেন। সভায় সবার সম্মতিক্রমে মোঃ আবুল হোসেন বাবুলকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।
মোহাম্মদ আবুল হোসেন বাবুল পরিচালনা কমিটির সভাপতি হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক সকলেই ফুল দিয়ে শুভেচ্ছা জানান।