‘স্মার্টফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি’- এ প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে ৪৩তম বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
২৬ ডিসেম্বর (রবিবার) সকালে বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী অফিসার মহিনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব। শিক্ষক সৈয়দ আজগর সুমন ও শিক্ষিকা পল্লবী খাস্তগীরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভােকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ড.সেলিম রেজা, হোসাইন মোহাম্মদ এমরান, উপজেলা সমন্বয়ক গৌতম সেন, একাডেমিক সুপারভাইজার আকরাম হোসেন প্রমুখ।
উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এবার মেলায় ফটিকছড়ির ৩৫টি স্কুল ও কলেজ অংশগ্রহণ করেন।