আগামি ১৩ ফেব্রুয়ারি নানা আয়োজনের মধ্যেদিয়ে হযরতুল আল্লামা সৈয়দ চাঁদ শাহ (রহঃ) ১৯৩ তম পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে বৃহস্পতিবার রাউজান কদলপুর মীর বাগিচাস্থ সৈয়দ চাঁদ শাহ মঞ্জিলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত। সভায় সভাপতিত্ব করেন,দরবারের সাজ্জাদানশীল সৈয়দ মোক্তার শাহ।সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওরশ পরিচালনা কমিটির সেক্রেটারি ও দরবারের বড় শাহজাদা সৈয়দ দিদারুল শাহ,আশেকানে মোক্তার শাহ খেদমত কমিটির মহাসচিব ও দরবারের ছোট শাহাজাদা সৈয়দ মকসুদুল আলম শাহ,কেন্দ্রীয় ওরশ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ শফি,সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার হাসেম চৌধুরী মেম্বার।সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মাওলানা শফিবারী আত্তারী।নাত পরিবেশন করেন তারেক আবেদীন। এসময় খেদমত কমিটির মরহুম কমকতা সদস্যদের রুহের আত্মার মাগফেরাত দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন দরবারের সাজ্জাদানশীল সৈয়দ মোক্তার শাহ।