চট্টগ্রামের সাতকানিয়া- লোহাগাড়ার কর্মরত ইঞ্জিনিয়ারদের সংগঠন “সাতকানিয়া লোহাগাড়ার ইঞ্জিনিয়ার এসোসিয়েশন”র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার ( ১২ ফেব্রুয়ারী ) সন্ধ্যায় একটি রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়৷ এতে আহবায়ক নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো তৌহিদ, আবু তারেক বাচ্চু যুগ্ন আহবায়ক হয়েছেন এবং মামুন উদ্দীনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে
সভায় ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান সভাপতি ও ইঞ্জিনিয়ার কামরুজ্জামান সাধারণ সম্পাদক কমিটির মেয়াদ ২ বছর পূর্ণ হওয়ায় আগামী ২ মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।
নির্বাচন পর্যন্ত কমিটির দায়িত্ব পালনের জন্য ইঞ্জিনিয়ার তৌহিদকে আহবায়ক, ইঞ্জিনিয়ার আবু তারেক বাচ্চুকে যুগ্ম আহবায়ক ও ইঞ্জিনিয়ার মামুন উদ্দিনকে সদস্য সচিব করে ৩ সদস্য বিশিষ্ট করা হয়েছে।
আহবায়ক কমিটি নির্দিষ্ট সময়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নতুন কমিটির কাছে হস্তান্তর করবেন।