সরকারী নিষেধজ্ঞা ও রাউজানের সাংসদের নির্দেশনা অমান্য করে ডাবুয়া ইউনিয়নে কৃষি জমি ভরাট করা হচ্ছে।সরেজমিন পরিদর্শন কালে দেখা যায়,ডাবুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের যোগেশ ধরের বাড়ীর সামনে (চড়ুই সওদাগরের মিষ্টির দোকানের পিছনে) রাতের আধাঁরে ভরাট করা হচ্ছে কৃষি জমি।
পাহাড় কাটা মাটি রাতে ড্রাম ট্রাক ভর্তি করে এসব কৃষি জমি মাটি ভরাট করা হচ্ছে। কৃষি জমি ভারাট করার পাশাপাশি যোগেশ ধর বাড়ীর পানি চলাচলের কার্লভাট মাটি দিয়ে ভরাট করে ফেলে। কৃষি জমি ভরাট ও পানি নিস্কাসনের নালা ভরাট করার সংবাদ পেয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার মিটু শীল মাটি ভরাট বন্ধ করে দেয়। এ ব্যাপারে স্থানীয় মেম্বার মিটু শীল বলেন, কৃষি জমি ভরাট ও পানি নিস্কাসনের জায়গা ভরাট করার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভরাট কাজ বন্ধ করে দিয়েছি।রাউজানে কোন কৃষি জমিতে মাটি ভরাট করা যাবেনা রাউজানের সাংসদের নির্দেশনা রয়েছে।
কোন কৃষি জমি ভরাট ও খনন করতে হলে উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি নিতে হয়। পিনাকী ধর কোন অনুমতি না নিয়ে কৃষি জমি মাটি দিয়ে ভরাট করছে।তাই ভরাট কাজ বন্ধ করেছি। এ ব্যাপারে কৃষি জমি ভরাটকারী বাসুদেব ধর ও তার ভাই পিনাকি ধর বলেন, কৃষি জমিটি চাষাবাদের অনুপযোগি হয়ে পড়েছে। আমরা ঢাকায় থাকি। আমাদের বাড়ীর সামনে পরিত্যক্ত কৃষি জমিটি এলাকার মোহাম্মদ আলী নামে এক ব্যাক্তি ভরাট করে দিচ্ছে। তিনি টাকার বিনিময়ে মাটি ভরাট করলে এতে স্থানীয় ইউপি সদস্য বাধা দেয়। অপর দিকে সর্তাখালের চর কেটে অবৈধ ভাবে মাটি বিক্রি করার অভিযোগ করেছেন স্থানীয়রা।এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাউজানে কোন কৃষি জমি ভরাট ও খনন করা যাবেনা। কোন কৃষি জমি ভরাট ও খনন করতে হলে অবশ্যই অনুমতি নিয়ে করতে হবে।ডাবুয়ায় কৃষি জমি ভরাট ও সর্তা খালের চর কাটার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।