এবারের উচ্চ মাধ্যমিক রেজাল্টে এক উদাহরণ খাগড়াছড়ির প্রত্যন্ত সীমান্তবর্তী তাইন্দং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান (সাবেক মেম্বারও) সিরাজুল ইসলাম (৬০) বছর বয়সে ২০২২ সালে আলিম পাশ করেছেন এবং তার সাথে তার ছেলে-মেয়ের নাতি-নাতনির পাশ করেছে।
৬ মেয়ে ১ ছেলের জনক সিরাজুল ইসলাম মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ সভাপতি। তিনি ১৯৯২ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ছিলেন। পরবর্তীতে ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।