1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সহকারী কমিশনার (ভূমি), নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া এর ফেইসবুক থেকে সংগৃহীত "আশ্রয়ণের ঘর আর মরিয়মের স্বপ্ন" - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন

সহকারী কমিশনার (ভূমি), নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া এর ফেইসবুক থেকে সংগৃহীত “আশ্রয়ণের ঘর আর মরিয়মের স্বপ্ন”

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৪৮ বার

Leave no one behind, কাউকে রেখে নয় এই শ্লোগান সামনে রেখে Global Agenda (বৈশ্বিক কর্মসূচি) Sustainable Development Goals (SDG) বাস্তবায়নে আজ সারা বিশ্ব অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশও পিছিয়ে নেই এই পদযাত্রায়। তবে প্রায় ১৮ কোটি জনসংখ্যার এই দেশে এখনো অনেক মানুষ আছে যাদের নিজের কোনো জায়গা (ভূমি) নেই বাসা (বাড়ি)ও নেই, ছিন্নমূল এই আশ্রয়হীন এই মানুষগুলো SDG বাস্তবায়নের অংশীজন। সুতরাং তাদের রেখে কোনোভাবেই সামগ্রিক জীবনযাত্রার উন্নয়ন সম্ভব নয়। আমরা জানি সকল পশুপাখি দিনশেষে নিজের বাসায় ফিরে এবং নিশ্চিন্তে একঘুম দেয়, সেখানে সৃষ্টির সেরা জীব মানুষ কিভাবে উদ্বাস্তুর মতো ঘুরে বেড়ায়। এইসব কথা মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের ভূমিহীন-গৃহহীন মানুষের আবাসন নিশ্চিতকল্পে হাতে নেন আশ্রয়ণ প্রকল্প। বর্তমান সরকারের অন্যতম উদ্ভাবন হচ্ছে এই ‘আশ্রয়ণ প্রকল্প’।

সমাজবিজ্ঞানীদের মতে, একটি ঘর একটি ছিন্নমূল পরিবারের দারিদ্র্য হ্রাসসহ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার। এছাড়া প্রতিটি নিরাপদ গৃহ পরিবারের সকলকে করে তোলে আস্থাবান, প্রত্যয়ী এবং বর্তমান ও ভবিষ্যতের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে উদ্যোগী। এসব কথা মাথায় রেখে গৃহহীন ও ভূমিহীন মানুষকে গৃহ প্রদানের মাধ্যমে জাতির পিতা সূচিত গৃহায়ন কর্মসূচিকে নতুনরূপে উপস্থাপন করে বর্তমান সরকার।

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের বান্দীর ভিটা (জমিদারের দাসীদের জন্য নির্ধারিত বাসস্থানের জায়গা ছিল) নামক একটি খাস জায়গায় নির্মিত হয়েছে ২৮টি একক গৃহ। এখানে বসবাস করে ২৮ টি পরিবার, এদের একজন হলেন মরিয়ম বেগম। স্বামী পরিত্যক্তা এই দুস্থ মহিলার চারটি সন্তান। নিজের কোনো জায়গা জমি না থাকায় সাগরের কচুরিপানার মতো ভাসতে ছিলেন। একসময় স্থানীয় প্রশাসনের সহযোগিতা তিনি বরাদ্দপান আশ্রয়ণের একটি ঘর।

আজ এই ঘর হয়েছে তার স্বপ্ন বুনার নতুন অধ্যায়। ঘরের মধ্যেই তিনি একটি ছোট্ট মনোহরী দোকান করেছেন, এখানকার সকলেই তার দোকান থেকে এটা সেটা ক্রয় করেন। জমজমাট হয়ে উঠেছে তার দোকানটি। নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আমার সৌভাগ্য হয় আজ মরিয়মের স্বপ্নের সেই ঘরটি দেখার। আমি তার ঘরে প্রবেশ করার পর পরই আমাকে বসতে বলে, আমি তার দোকানের চৌকিতে বসে পড়ি। রৌদ্রে আমি প্রচন্ড তৃষ্ণার্ত ছিলাম, বললাম আপনার ঘরে পানি খাব। পানির কথা বলাতে সাথে সাথেই দোকানের ট্যাংক গুলিয়ে শরবত বানিয়ে নিয়ে আসে। এটা শরবত ছিল না, ছিল এক পরম মমতায় বানানো স্বর্গীয় উপাদান। দুই গ্লাস খেলাম…

একসময়ের অভাবী মরিয়ম আজ স্বচ্ছল মুদী দোকানদার। মরিয়মের চোখেমুখের হাঁসিটা এখনো সামনে ভেসে বেড়াচ্ছে। তারাই আমাদের অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল, বিশ্বের সামনে তুলে ধরবে বাংলাদেশে সক্ষমতা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net