1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রেম নয় অবহেলা।রেলব্রিজ থেকে লাফিয়ে পরলো প্রেমিক-প্রেমিকা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

প্রেম নয় অবহেলা।রেলব্রিজ থেকে লাফিয়ে পরলো প্রেমিক-প্রেমিকা

নেহাল আহমেদ, রাজবাড়ী।
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৩৩ বার

রাজবাড়ীতে রেলব্রিজ থেকে লাফ দিয়েছে এক প্রেমিক যুগল। ঘটনাটা শুনে কাল্পনিক প্রেমকাহিনী মনে হলেও কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ১০ম শ্রেণীতে পড়ুয়া এতিম মেয়েকে নিয়ে এমন ঘটনাটা ঘটিয়েছে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের শাজাহান খাঁর ছেলে শামিম হোসেন(২২)। শামিম হোসেন নরসিংদী জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত রয়েছেন।

রবিবার (১৩ ফেব্রুয়ারী) পড়ন্ত বিকেলে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর রেল ব্রিজের উপর মনের ভাব আদান-প্রদানে ব্যস্ত ছিলেন। হঠাৎ কাবাবের হাড্ডি হয়ে দ্রুত গতিতে ছুটে এলো ট্রেন, দিশেহারা প্রেমিক জুটি ট্রেনে কেটে মৃত্যুর থেকে রক্ষা পেতে উঁচু ব্রিজ থেকে দিয়েছেন ঝাঁপ।

ব্রিজ থেকে পরে দুজনই আহত হলেও মারাত্মক ভাবে আহত হয় প্রেমিকা (মেয়েটি)।
গুরুতর অবস্থায় স্থানীয়রা আহতদেরকে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংক্ষাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ডা. দিপ্রানাথ মেয়েটিকে ঢাকা পঙ্গু হাসপাতালে এবং ছেলেটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে ছেলে-মেয়ে উভয়ই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, শামিম অনেকটাই সুস্থ্য রয়েছেন। তবে মেয়েটির অবস্থা গুরুতর। এদিকে শামিম সহ তার পরিবার মেয়েটির সাথে শামিমের প্রেমের বিষয়টি ধামাচাপা দেবার পাঁয়তারা করছে বলে একটি সুত্র জানায়।

মুঠোফোনে শামিম হোসেনের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু বলতে চান না বলে ফোন কেটে দেন।

পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net