1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক মনির - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় গুজব ও অপতথ্যরোধে গনমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ব্রাক স্বাস্থ্যসেবিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়নি পুঠিয়া থানা পুলিশ ইয়াং জেনারেশন কারাতে দো’র বেল্ট প্রমোশন পরিক্ষা অনুষ্ঠিত সংস্কার ও নির্বাচন দুটিই হউক –নির্বাচনটা ঠিক কখন হবে রোডম্যাপ দিলেই দেশের মানুষ কেবল আশ্বস্ত হবে ……………ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল নবীগঞ্জের ইনাতগঞ্জে পলাতক আসামী গ্রেফতার আন্তর্জাতিক শ্রমিক দিবস : ব্যাপক প্রস্তুতি নিচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসামে মাদ্রাসা ছাত্রী সামিয়াকে হত‍্যা করা হয়েছে: সংবাদ সম্মেলনে দাবী পরিবারের শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ঠাকুরগাঁওয়ে বসতভিটা সরিয়ে নিতে ৭ দিনের সময় দিয়ে ৩৪ জনকে নোটিশ ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক মনির

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৬৫ বার

শেরপুরে নালিতাবাড়ী উপজেলায় প্রেসক্লাবের নতুন কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় গোপন ব্যালটের মাধ্যমে কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক প্রথম আলোর প্রতিনিধি আব্দুল মান্নান সোহেল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সময়ের আলো’র জেলা প্রতিনিধি এবং বাংলার কাগজ প্রকাশক-সম্পাদক মনিরুল ইসলাম মনির। বিকেলে বিদায়ী কমিটির সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব এমএ হাকাম হীরার সভাপতিত্বে সাধারণ পরিষদের অধিবেশন সম্পন্ন হয়। এরপর সাধারণ অধিবেশনে নবগঠিত ঊর্ধ্বতন পরিষদ ও নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক এমএ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার এবং গোপাল চন্দ্র সরকারের পরিচালনায় নির্বাচনী কার্যক্রম শুরু হয়। যথাক্রমে সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে তিনজন, সহসভাপতি পদে তিনজন, সহ-সাধারণ সম্পাদক পদে তিনজন, সাংগঠনিক সম্পাদক পদে দুইজন এবং অন্যান্য পদে একজন করে প্রার্থী হন। পরে গোপন ব্যালটের মাধ্যমে ২০ ভোট পেয়ে আব্দুল মান্নান সোহেল সভাপতি নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বি লাল মোহাম্মদ শাহজাহান পেয়েছেন ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৫ ভোট পেয়ে মনিরুল ইসলাম মনির নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বৈশাখী টিভির জেলা প্রতিনিধি বিপ্লব দে কেটু পেয়েছেন ৮ ভোট। অন্য প্রার্থী বাংলাদেশ প্রতিদিন এর প্রতিনিধি সাইফুল ইসলাম পেয়েছেন ৫ ভোট।

এছাড়াও অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, মাহফুজুর রহমান সোহাগ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, অর্থ সম্পাদক আল হেলাল, সাংগঠনিক সম্পাদক আবু জাফর, দফতর ও প্রচার সম্পাদক হারুন-অর-রশিদ, কল্যাণ তহবিল সম্পাদক এম সুরুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুঞ্জুরুল আহসান মুঞ্জু। কার্যকরী পরিষদের তিন সদস্য ঊর্ধ্বতন পরিষদ কর্তৃক পরবর্তী সময়ে মনোনীত করা হবে।
নির্বাচনে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, শেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি এ্যডভোকেট রফিকুল ইসলাম আধার, সম্পাদক মেরাজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, নকলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক শাহজাদা স্বপন, শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বকুলসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net