1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে যাওয়া শিশু দত্তক নিতে আগ্রহী দুইশ জন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে যাওয়া শিশু দত্তক নিতে আগ্রহী দুইশ জন

বদরুল হক ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৪৬ বার

চট্টগ্রামের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে যাওয়া মেয়ে নবজাতককে দত্তক পেতে আগ্রহ প্রকাশ করেছেন দুইশ মানুষের।

গত রোববার রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়ের জন্ম দেন এক নারী। এরপর নবজাতককে ফেলে চলে যান তার মা ও স্বজনেরা। হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার রাতে বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকার বিলকিস নামের এক নারী হাসপাতালে মেয়েসন্তানের জন্ম দেন। কয়েক ঘণ্টা পর নবজাতকের মা এবং সঙ্গে আসা দুজন নারী নবজাতককে ফেলে চলে যান ঘটনাটি জানাজানি হলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ নবজাতককে তাঁর কার্যালয়ে নিয়ে যান। নবজাতককে কোলে নিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। ছবিটি মুহূর্তেই অনলাইনে ছড়িয়ে পড়ে। আজ মঙ্গলবার সারা দিন ইউএনওর কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে এবং অনেকে মুঠোফোনে যোগাযোগ করে নবজাতককে দত্তক নিতে আগ্রহ দেখিয়েছেন।

ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন, আজ দুপুর পর্যন্ত দুই শতাধিক লোক নবজাতককে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন। নবজাতককে হাসপাতালের এক কর্মীর কাছে রাখা হয়েছে। শিশু টি সুস্থ আছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net