চট্টগ্রামের ব্যস্ততম সড়ক কাপ্তাই সড়ক প্রতিনিয়ত ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা।এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে।এমন কোন দিন নাই কাপ্তাই সড়কে দূর্ঘটনা হয়না।প্রতিদিন দূর্ঘটনার স্বীকার হয়ে কেউ প্রাণ হারাচ্ছে, কেউ পঙ্গুত্ববরণ করছেন।নিয়ন্ত্রণহীন যানচলাচলের কারণে প্রায় স্টেশনে যানযট লেগে থাকে।এই সড়কে কাপ্তাই রাস্তার মাথা থেকে হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান পর্যন্ত প্রায় ২৫ স্টেশন রয়েছে জানা যায়।এতো বেশি যানচলাচল করে পথচারীরা সড়ক দিয়ে চলাচল ও পারাপার হতে কোনো ব্যবস্থা নেই।এখন কাপ্তাই সড়ক মরণ ফাঁদে পরিণত হয়েছে।বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় এ সড়কে অটোরিক্সা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে প্রকৌশলী পাপন বড়ুয়া প্রকাশ শাকিল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।দুর্ঘটনা ঘটে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নোয়াপাড়া কমলার দীঘি সংলগ্ন সিএনজি গ্যাসস্টেশন এলাকায়।নিহত পাপন বড়ুয়া রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের দেওয়ানপুরের সংঘ বড়ুয়ার ছেলে।সেই একজন লেখক এবং পিএইচপির কোল্ড রোলিং মিলের মেকানিক্যাল বিভাগের সহকারী প্রকৌশলী ছিলেন।রাউজান থানা সুত্রে জানা গেছে, অটোরিক্সা ও লেগুনা শহরমুখী ছিল।অটোরিক্সাটি ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে প্রাণ হারান পাপন বড়ুয়া।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান থানার উপপরিদর্শক এস আই ইসমাইল বলেন,দুর্ঘটনা লেগুনা ও অটোরিক্সা পুলিশ হেফাজতে রয়েছে। তবে লেগুনার চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।