চট্টগ্রামের রাউজানে উপজেলা প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদফতর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হাসপাতাল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান।হাসপাতালের উপ-সহকারী কর্মকর্তা দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা নাজিম উদ্দিন, কাউন্সিলর জানে আলম জনি, চট্টগ্রাম ডেইরী বিষয়ক এসোসিয়েশনের ডেইরী বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন চৌধুরী, কর্মকর্তা মো. নাছির উদ্দিন, জাহেদুল আলম জাহেদ, আজিজ মুরাদ।উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা সাবের হোসেন, পৌর যুবলীগ নেতা আবু সালেক, সবুজ দে ভানু, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, আরমান সিকদার, কেএম বখতেয়ার প্রমুখ।প্রদর্শনী মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে ২০ জন খামারীকে পুরস্কৃত করা হয়।