জেলার রামগড়ে হাইকোর্টের নির্দেশ অমান্য করে ৩টি ইটভাটার কার্যক্রম চালু রাখায় প্রতিটিকে ১ লক্ষ টাকা করে ৩ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার সন্ধ্যায় রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে নুরজাহান ব্রিকস, নুরুল ইসলাম ব্রিকস ও হাজেরা ব্রিকসকে জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত জানান, হাইকোর্টের নির্দেশ অমান্য করে ইটের ভাটাগুলো ইট পোড়ানোসহ সকল কার্যক্রম চালাচ্ছে এমন অভিযোগে অভিযান চালানো হয়েছে।
উল্লেখ্য, মহামান্য হাইকোর্টের নির্দেশে গত ১২ ফেব্রুয়ারি উপজেলার লাইসেন্সবিহীন ৯টি ইটভাটার সমস্ত কার্যক্রম বন্ধ করে দেন উপজেলা প্রশাসন। জরিমানা আদায়কৃত ৩ টি ইটভাটাও বন্ধের তালিকায় রয়েছে।