সারা দেশের ন্যায় হাটহাজারীতেও প্রাণিসম্পদ প্রদর্শনী সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাটহাজারীতে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ এর উদ্বোধন করেছেন- হাটহাজারীর সাংসদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।
উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর যৌথ ব্যাবস্থাপনায় হাটহাজারী পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।
ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম, হাটহাজারী প্রাণীসম্পদ অফিসার ডাক্তার নাবিল ফারাবি, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি বাবু কেশব কুমার বড়ুয়া, সমাজ সেবক আকবর হায়দার চৌধুরী।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর আলম,
ইউপি চেয়ারম্যান সরওয়ার মোরশেদ, নুরুল আহসান লাভু প্রমূখ।