মাস্ক এখন আবশ্যকীয় একটি ব্যবহার্য পণ্য, নানা দূষণ হতে সুরক্ষার জন্য বিশেষ করে কোভিড-১৯ হতে সুরক্ষিত রাখার ব্যপারে অন্যতম ভূমিকা রাখে মাস্ক।
টিকা গ্রহণ পরবর্তী গণমানুষের মাঝে সচেতনতা বাড়ায় এই মাস্কের কদর এবং চাহিদাও বেড়েছে বেশ। নানা ধরণের মাস্ক এখন বাজারে মিলছে।
বীর চট্টলায় স্বাস্থ্যসচেতন জনপ্রতিনিধি হিসেবে খ্যাত হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম মহামারির শুরু থেকেই প্রতিটি ইউনিয়নে খাদ্য সহায়তা বিতরণের সাথে মাস্ক এবং সেনিটাইজারও বিতরণ করেছেন, তিনি বক্তব্যেও সচেতনতার বিষয়টি সব সময় বলে থাকেন।
এরই ধারাবাহিকতায় আজ হাটহাজারী উপজেলার ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানগণের মাঝে উন্নতমানের মাস্ক বিতরণ করেছেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম।
উপজেলা পরিষদ কমপ্লেক্সের নিজ কার্যালয়ে আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান এসময় উপস্থিত ছিলেন।