চট্টগ্রামের রাউজানে তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে রাশেদা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (১৯ফেব্রুয়ারি) সকাল ১০ টায় এই দুর্ঘটনা ঘটে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ডে শায়ের ফকির বাড়িতে ।নিহত রাশেদা বেগম ওই বাড়ি দুবাই প্রবাসী মো. শাহাজানের স্ত্রী।তিনি দুই মেয়েসহ তিন সন্তানের জননী।স্থানীয় সূত্রমতে, তিল তলা ভবনের ছাদে স্থপতি পানির ট্যাংকের পানি সঞ্চালন বন্ধের কারণ খুঁজতে ট্যাংকের পাশ থেকে তিনি ছিটকে ভবনের নিচে মাটিতে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন,‘তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।ময়নাতদন্তের পর লাশ হস্তান্তর করা হবে পরিবারের কাছে।