চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ গোলাম কিবরিয়া টিপু পদোন্নতি পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে যোগদান করেছেন। তার এ পদোন্নতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
উল্লেখ্য, ডা. মোহাম্মদ গোলাম কিবরিয়া টিপু চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকে সাধারণ মানুষের ভালোবাসায় খুব অল্প সময়ে একজন জনবান্ধব চিকিৎসক হিসেবে পরিচিতি লাভ করেছেন। করোনাকালীন সময়েও চিকিৎসা সেবায় তার ভূমিকা ছিল অনন্য-অতুলনীয়। পদোন্নতি পেয়ে কর্মে যোগদানের পর তিনি হাসপাতালের চিকিৎসা সেবার গুণগত মান বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।