চট্টগ্রামের ফটিকছড়ির নির্বাচন অফিসার হুমায়ন কবির হচ্ছে সবচেয়ে বড় ঘুষখোর-ডাকাত। সোমবার সকালে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এমন মন্তব্য করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ নজিবুল বশর মাইজভাণ্ডারী। তিনি বলেন ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থীদের জয় করে দিবেন বলে টাকা নিয়েছে সে। নির্বাচন পরবর্তী অনেকের টাকা ফেরতও দিয়েছে। তার সাথে সমন্বয় করে কাজ করে উপজেলা আনসার ভিডিপির অফিসার সাইদুল ইসলাম। তাদের দূর্নীতির অনেক তথ্য আছে। অতি শীগ্রই তাদের শাস্তির আওতায় আনা হবে বলে জানান সাংসদ। এছাড়া আগামী জাতীয় নির্বাচনে নিজেকে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ঘোষণা দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার মহিনুল, ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা ও ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, পৌর মেয়র ইসমাইল হোসেন প্রমুখ।