1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউলসহ তিনজনের বিরুদ্ধেদুদকে মামলা, তদন্ত শুরু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ছাত্রশিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম মাদক ও অপরাধ মুক্ত সমাজ বিনির্মাণ করতে চান ঈদগাঁও থানার ওসি সিফাত ঈদগাঁওয়ে সেচ নালা বন্ধ, সবজি ক্ষেত ডুবে নষ্ট বাঁশখালীতে জায়গা-জমি বিরোধের জেরে বসতঘরে অগ্নিসংযোগ চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত ঈদগাঁওয়ে খালের পাড় দখল করে বসতভিটা, চলাচলে ভোগান্তি ঈদগাঁওয়ে স্কুল ভিত্তিক নতুন বই বিতরণ কার্যক্রম শুরু ঈদগাঁওয়ে ২৭ লিটার চোলাই মদ ও টমটমসহ ব্যবসায়ী গ্রেপ্তার ঈদগাঁওয়ে চিকিৎসা সহায়তা দিলেন শামসুল আলম মানবিক ফাউন্ডেশন আমার দেশ পত্রিকার নব-যাত্রায় প্রথম প্রতিষ্ঠা-বার্ষিকীতে সুশীল ফোরামের পক্ষ সম্পাদক মাহামুদুর রহমান কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউলসহ তিনজনের বিরুদ্ধেদুদকে মামলা, তদন্ত শুরু

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৩০৮ বার

গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকে মামলা দায়ের করা হয়েছে। অপর দুইজন অভিযুক্ত হচ্ছেন ফুলছড়ির সাবেক উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ ইমু ও অফিস সহায়ক মিলন হোসেন। গতবছরের ১৩ ডিসেম্বর এলজিইডির ঠিকাদার রাশেদ খান মেনন এই মামলা করেন । অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করেছে দুদক।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, ছাবিউল ইসলাম বর্তমানে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে কমরত। এরআগে তিনি একটানা প্রায় ১৬ বছর সাঘাটা উপজেলা প্রকৌশলী হিসেবে কমরত ছিলেন। এখানে থাকাকালীন তিনি পাশ্ববর্তী ফুলছড়ি উপজেলা প্রকৌশলী হিসেবেও মাঝে মাঝে অতিরিক্ত(ফুলছড়ি উপজেলা প্রকৌশলীর বদলিজনিত কারণে) দায়িত্ব পালন করেন। তাঁর দায়িত্বকালীন সময় ফুলছড়ি উপজেলার অসংখ্য জরাজীর্ণ সেতু ও কালভার্ট নিলামে বিক্রয় হয়। তিনি বিক্রয়কৃত প্রায় পৌনে ৩ লাখ টাকা সরকারি কোষাগারে জমা না করে অফিস সহায়ক মিলন হোসেনের সঙ্গে যোগসাজসে আত্মসাত করেন। মিলন ২০ বছরের বেশি ফুলছড়ি উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত রয়েছেন।
মামলার বিবরণে আরও বলা হয়, ২০২০-২১ অর্থবছরে উপজেলা প্রশাসনিক ভবন মেরামত ও রক্ষনাবেক্ষনের কাজ কোটেশন দরপত্রের মাধ্যমে সাবেক ফুলছড়ি উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ ইমু ও অফিস সহায়ক মিলন হোসেন যোগসাজশ করে তাঁর (রাশেদ খান)স্বাক্ষর জাল করে চূড়ান্ত বিল উত্তোলন করেন। এ ছাড়া ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় অফলাইনে সিডিউল বিক্রির অর্থ বিল ভাউচার করে খরচ দেখিয়ে উপজেলা প্রকৌশলী ও অফিস সহায়ক আত্মস্বাৎ করেন।

উপজেলা প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব পালনকালে সহকারী উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ভূয়া বিল ও ভাউচারের মাধ্যমে নিজ নামে অ্যাডভাইজ লিখে নিয়ে বিভিন্ন খাতের অর্থ আত্মসাত করেন মিলন হোসেন। এর প্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকার স্মারক নম্বর ৪৬.০২.০০০০.০০১.২৭.০২৮..১৯.৩৪৫৩ ২০১৯ সালের ১২ মে মোতাবেক সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা’ ২০১৮ মোতাবেক বিভাগীয় মামলার অভিযোগ গঠন করে। অজ্ঞাত কারণে মিলন হোসেন বহাল তবিয়তে কর্মরত আছেন।

মামলার বিবরণে আরও বলা হয়, মিলন হোসেন ট্রেজারি হতে ঠিকাদারের পাশকৃত বিল নিজে নগদ অর্থ ব্যাংক থেকে উত্তোলন করেন এবং ৫ শতাংশ হারে কর্তন করে ঠিকাদারকে প্রদান করেন। চাহিদা মোতাবেক অর্থ প্রদান না করলে ঠিকাদারকে টাকা প্রদান না করে নিজের কাছে রাখেন ও পরবর্তীতে ফাইল লুকিয়ে রেখে ঠিকাদারকে হয়রানী করেন। উপজেলা পরিষদ তহবিলের অর্থ বিভিন্ন সময়ে প্রকল্প কমিটি করে প্রকল্প কমিটিকে না জানিয়ে অফিস সহায়ক মিলন হোসেন নিজে স্বাক্ষর করে বিল ভাউচারের মাধ্যমে অর্থ উত্তোলন করে আত্মসাৎ করেন।

মামলার বিবরণে আরও বলা হয়, বিভিন্ন সময়ে সাবেক উপজেলা প্রকৌশলীদের সহযোগিতায় অনিয়মকৃত কিছু ফাইল ও নথিপত্র অফিস থেকে অপসারণ করেন। যা বিগত সিভিল অডিট চলাকালীন সময়ে ফাইলগুলো অডিট কমিটিকে দেখাতে পারেননি। জানা মতে, ২০১৪ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত অডিট কমিটি ১০০ এর অধিক আপত্তি প্রেরণ করেন যাহা তদন্তের আওতায় আনা প্রয়োজন। দীর্ঘ সময় একই কর্মস্থলে কর্মরত থাকায় তিনি বিভিন্ন সময়ে অত্র কার্যালয়ের উপজেলা প্রকৌশলী উপ-সহকারী প্রকৌশলী ও কার্য সহকারীদের ভূয়া বিল ভাউচারে স্বাক্ষরের জন্য চাপ প্রয়োগ করেন ও স্বাক্ষর না করলে খারাপ আচরণ করেন।
এছাড়াও মিলন হোসেন ২০ বছর ধরে একই কর্মস্থলে কর্মরত থেকে বহিরাগত বখাটে ছেলের দ্বারা বিভিন্ন প্রভাব খাটিয়ে অফিস নিয়ন্ত্রণ করে আসছেন। তিনি নিজেকে কখনো অফিস সহায়ক হিসেবে ভাবেন না। তিনি আরইআরএলএলএমপি-৩ প্রকল্পের মহিলা শ্রমিক দ্বারা অফিস সহায়কের কাজ পরিচালনা করেন। তিনি অফিস সহায়ক হয়ে টিভিএস আরটিআর ১৫০ সিসি হোন্ডা হাকিয়ে বেপরোয়া চলাফেরা করেন। দীর্ঘদিন একই কর্মস্থলে কর্মরত থেকে বিভিন্ন অনিয়মের মাধ্যমে বগুড়া শহরে জমিসহ ডুপ্লেক্স বাড়ী নির্মাণ করেন যা তদন্ত করা প্রয়োজন। তিনি অফিস সহায়ক হয়ে গেজেটেড কোয়ার্টারে বসবাস করেন।

মামলার বিবরণে এই কর্মচারি মিলন হোসেনকে বদলী পূর্বক তদন্ত করার জন্যও অনুরোধ করা হয়েছে। অন্যথায় বদলি না করলে পূর্বের ন্যায় প্রভাব খাটিয়ে তদন্তের ব্যাঘাত সৃষ্টি করতে পারে। উল্লেখ্য যে, ৪৬.০২.০০০০.০০১.২৭.০২৮..১৯.৩৪৫৩ স্মারকের ২০১৯ সালের ১২ মে মোতাবেক বিভাগীয় মামলা রুজু হলেও তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়নি।
এ প্রসঙ্গে অভিযোগকারি ঠিকাদার রাশেদ খান মেনন বলেন, মামলা দায়েরের আড়াই মাস পেরিয়ে যাচ্ছে। কিন্তু মামলার কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। ফলে তিনি হতাশ হয়ে পড়েছেন।
জানতে চাইলে মিলন হোসেনের (বতমানে বগুড়ায় কমরত) মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি ফোন ধরেননি।
সাবেক ফুলছড়ি উপজেলা প্রকৌশলী (বতমানে ঢাকা এলজিইডির প্রধান কাযালয়ে কমরত) ইমতিয়াজ আহমেদ ইমু মুঠোফোনে বলেন, দুদকে মামলার বিষয়ে তিনি কিছু জানেন না। এ ছাড়া তিনি দায়িত্ব পালনকালে কোনো অথ আত্মসাতের ঘটনা ঘটেনি।

একই বিষয়ে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম বলেন, ফুলছড়িতে অতিরিক্ত দায়িত্ব পালনকালীন সময়ে নিলামে ব্রিজ কাটভাট বিক্রির কোনো ঘটনা ঘটেনি।দুদকে অভিযোগ দায়েরের বিষয়টি তাঁর জানা নেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net