ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার ধ্বংসসহ ৮ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।
৪ মার্চ (শুক্রবার) উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আলমগীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন ভূজপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর জানান, ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের করিম মাস্টারের বাড়ি সংলগ্ন স্থানে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বালু উত্তেলনে জড়িত কাউকে পাওয়া না গেলেও ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করে দেয়া হয় এবং ৮ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।