আনোয়ারায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার সকালে উপজেলা পরিষদে অবস্থিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এ সময় প্রশাসনের পাশাপাশি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে , পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান, সংগঠনসহ নানা শ্রেণী পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) তানবীর হাসান চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম দিদারুল ইসলাম সিকদার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম,উপজেলার ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগন।
এ সময় বক্তারা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের তাৎপর্য তুলে ধরেন।আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।