1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে বিদায়ী ইউএনও'কে সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ কৃষি ব্যাংকে দুর্নীতির রাজত্ব, নেতৃত্বে জাহিদ হোসেন দক্ষ-কর্মক্ষম জনশক্তি গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা জুলাই আন্দোলনে আহত তন্বীর সম্মানে যে পদ খালি রাখলো ছাত্রদল ছাত্রদলের প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ আইন উপদেষ্টার পদত্যাগ দাবি জুলাই শহীদ স্বজনদের ২০২৪-২৫ অর্থবছরে বিমানে রেকর্ড ৯৩৭ কোটি টাকা মুনাফা ডাকসু নির্বাচনে ছাত্র অধিকারের প্যানেল ঘোষণা, ভিপি বিন ইয়ামিন-জিএস সাবিনা ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা পরিবেশবান্ধব চাষাবাদে মৎস্যখাতকে সমৃদ্ধ করা সম্ভব : ড. ইউনূস সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত

কোম্পানীগঞ্জে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে বিদায়ী ইউএনও’কে সংবর্ধনা

শাহাদাত হোসেন রাসেল নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২৫৪ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল হক মীর’কে কোম্পানীগঞ্জে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ ৮ই মার্চ (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২ টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেশের বহুল প্রচারিত নিউজ পোর্টাল জাগো নিউজ ২৪ এর নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতীথির বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহাবউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, বিদায়ী কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তার সততা, কর্মদক্ষতা ও নানা গুণে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা কোম্পানীগঞ্জবাসী’র নিকট চিরস্মরণীয় হয়ে থাকবে। তার বিদায়বেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ কোম্পানীগঞ্জবাসী বিদায়ী ইউএনও’র কর্মের যথার্থ মূল্যায়ন করে যে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে সম্মানিত করেছেন, তা সত্যিই আনন্দের।

বিদায়ী অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল হক মীর।
এসময় জিয়াউল হক মীর কোম্পানীগঞ্জে ১ বছর সাত মাস দায়িত্ব পালনকালীন স্মৃতিচারণ করতে গিয়ে বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, দায়িত্ব পালনকালীন সময়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক মহল, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধীজন, আলেম-উলামাসহ সর্বস্তরের মানুষের অকুণ্ঠ ভালোবাসা আর সহযোগিতা পেয়েছি।
তিনি আরও বলেন, সরকারী চাকুরীতে বদলী হওয়া একটি স্বাভাবিক ঘটনা। কর্মরত অবস্থায় মানুষের জন্য ভালো কিছু করলে মানুষ সেটার উপযুক্ত প্রতিদান অবশ্যই দিবে।
যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ অঞ্চলের মানুষের পাশে থেকে জনকল্যাণকর কাজ করার জন্য তিনি আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জের প্রবীন সাংবাদিক দৈনিক খোলা কাগজ’র কোম্পানীগঞ্জ প্রতিনিধি এহসানুল আলম খসরু।

অনুষ্ঠানের শুরুতে বিদায়ী অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল হক মীরকে
কোম্পানীগঞ্জে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং শেষে একটি ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উজজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, আঞ্জুমান আরা পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল আমীন, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি), সাজ্জাদ রোমন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সেলিম প্রমুখ। উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর, কোম্পানীগঞ্জ প্রতিনিধি মোঃ শরফুদ্দিন শাহীন, দৈনিক অগ্রসর কোম্পানীগঞ্জ প্রতিনিধি এমএস আরমান, দৈনিক আমার সংবাদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি ওহিদুর রহমান, দৈনিক আজকের পত্রিকা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিম রকি, দৈনিক ভোরের পাতা কোম্পানীগঞ্জ প্রতিনিধি শাহাদাত হোসেন, দৈনিক গণমুক্তি, কোম্পানীগঞ্জ প্রতিনিধি ইমাম হোসেন খান, দৈনিক শ্যামল বাংলা, নোয়াখালী প্রতিনিধি মোঃ শাহাদাত হোসেন রাসেল এবং সাংবাদিক নুর উদ্দিন মুরাদ প্রমুখ।
উল্লেখ্য যে, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল হক মীর’র পরবর্তী কর্মস্থল কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net