মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে স্থায়ী -অস্থয়ী সকল ধর্মীয় উপাসনালয় ও পূজামন্ডপসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ মার্চ) রাউজান থানার আয়োজনে রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়ন পরিষদস্থ ০৩নং বিট পুলিশিং কার্যালয়ে অনুষ্ঠিত বিট পুলিশিং মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরীর সভাপতিত্বে এবং চিকদাইর বিট অফিসার উপপরিদর্শক শাহাদাত হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সেকেন্ড অফিসার অজয় দেব শীল। এসময় পুলিশ সদস্য, জনপ্রতিনিধিসহ চিকদাইর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।