চট্টগ্রামের ফটিকছড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে৷
উপজেলা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটি পালন করা হয়।
পরে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মহিনুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহিলা সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি, উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব, ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা ও ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, পৌর মেয়র ইসমাইল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী, মুক্তিযোদ্ধা খাইরুল বশর প্রমুখ।