1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় স্থগিত ৪ কেন্দ্রে ভোট, ৩ ইউপিতে নৌকা বিজয়ী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াল হামদর্দ বালিয়াডাঙ্গীতে অষ্টপ্রহরের দাওয়াত দিতে আত্মীয়র বাড়িতে লাহিড়ীহাটে যাওয়ার পথে ট্রাক্টরচাপায় ১ মোটরসাইকেল চলকের মৃত্যু ! ঠাকুরগাঁওয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রুহিয়ায় মানববন্ধন ! ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি সুজনকে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ ! ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি ! সৈয়দপুরে শিল্পপতির নির্মাণ কাজে বাধা, মালামাল লুট ও অপপ্রচারের অভিযোগ রাজশাহীতে ২৬৫ গ্রাম মাদকসহ আটক -১ উত্তর সর্তা দরগাহ্ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল আলম  ঠাকুরগাঁওয়ে সুপ্রিয় জুটমিলে আগুনের ঘটনা ঘটেছে! ঠাকুরগাঁও– লাহিড়ী ও নেকমরদ রুটে বাস সার্ভিস চালুর দাবী করেছেন সাধারণ জনগণ

সাতকানিয়ায় স্থগিত ৪ কেন্দ্রে ভোট, ৩ ইউপিতে নৌকা বিজয়ী

নিজস্ব প্রতিবেদনঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২২৭ বার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সপ্তম ধাপে (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া কেন্দ্রগুলোতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে চলে ভোটগ্রহণ। ভোটাররা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীদের পক্ষে ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে ৩টি ইউনিয়নেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের বাইরে গোলাগুলি, ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, জোরপূর্বক ব্যালটে সিল মারা ও ভোট গ্রহনকারী কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলাসহ নানা সহিংসতার কারনে খাগরিয়া, কালিয়াইশ ও কাঞ্চনা ইউনিয়নের ৪টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।

কেন্দ্রগুলো হলো- খাগরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ কার্যালয়, ৭ নম্বর ওয়ার্ডে গনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিয়াইশে ৯ নম্বর ওয়ার্ডে বুদাগাজী পাড়া ফোরকানিয়া মাদ্রাসা ও কাঞ্চনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে উত্তর কাঞ্চনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এসব কেন্দ্রে আজ অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মণ্ডল জানান, খাগরিয়া, কালিয়াইশ ও কাঞ্চনা ইউনিয়নের ৪টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। ফলে ৩টি ইউনিয়নের ফলাফলও স্থগিত ছিল। স্থগিত হওয়া কেন্দ্রগুলোতে আজ ভোটগ্রহন সম্পন্ন হওয়ার পর খাগরিয়া মো. আকতার হোসেন, কালিয়াইশে হাফেজ আহমদ ও কাঞ্চনায় রমজান আলী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

তিনি আরও বলেন, খাগরিয়ায় মো. আকতার হোসেন (নৌকা) প্রতীক নিয়ে ৭৩০৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জসীম উদ্দিন (মোটর সাইকেল) পেয়েছেন ৫৭৯৩ ভোট। আবদুল হামিদ (আনারস) পেয়েছেন ৯৮ ভোট। কালিয়াইশ ইউনিয়নে হাফেজ আহমদ (নৌকা) ৬০৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফেরদৌস চৌধুরী সোহেল (আনারস) পেয়েছেন ৩৪৫৫ ভোট। মো. আতাউর রহমান (মোটর সাইকেল) পেয়েছেন ৪৫০ ভোট।

অন্যদিকে, কাঞ্চনা ইউনিয়নে মো. রমজান আলী ৫৯৬৮ পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ছালাম (মোটর সাইকেল) পেয়েছেন ৩৯১৮ ভোট। এছাড়া মঈন উদ্দিন হাসান (আনারস) পেয়েছেন ১৬৪১ ভোট।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net