সাংবাদিক সম্মেলন। রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারের উদ্বোধন উপলক্ষে আজ ২৩ শে মার্চ সকাল দশটায় সাংবাদিক সম্মেলন
অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলার রামকান্তপুর ইউনিয়ন নিজস্ব ভবনে।উল্লেখ্য আগামী ২৫ তারিখ লাইব্রেরীটি উদ্ভোধন করার হবে।মানবতার সেবাই মানব জীবনের – এর সার্থকতা এই চেতনার আলোকে ২০১৮ সালে তৃনমুলের দুই জন স্বশিক্ষিত হৃদয়বান আলোকিত প্রয়াত ব্যাক্তির নামে প্রতিষ্ঠিত হয় রাবেয়া-কাদের ফাউন্ডেশন।সংগঠণের সভাপতি মোঃ নজরুল ইসলাম এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।